কাবুল বিমানবন্দর নিয়ে তালেবানের অনুরোধে এখনও সাড়া দেননি এরদোগান

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য তুরস্ককে তালেবান যে অনুরোধ জানিয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।তুরস্কের প্রেসিডেন্ট শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এরদোগান বলেন, বিষয়টি নিয়ে আমরা এখনও চিন্তাভাবনা করছি। খবর আরব নিউজের।মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীগুলো দেশছাড়ার পর বিমানবন্দর পরিচালনা করতে তুরস্কের কাছে কারিগরি সহায়তা চেয়েছে তালেবান । একই সঙ্গে তার বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে তুরস্কের সেনাদেরও আফগানিস্তান ছাড়তে হবে বলে জোর দিয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরে আইএস-কের হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। এর পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আছে তালেবারও।

এর আগে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ‘আমাদের সেনা প্রত্যাহারের পরও আমরা সেখানকার বিমানবন্দরে নিরাপত্তার কাজটি চালিয়ে যেতে পারব। যদি তালেবান আমাদের শর্তে সম্মত হয়।তালেবান রাজধানীসহ দেশের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও কারিগরি সহায়তার প্রস্তাব দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছিল।তবে তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনায় কেবল কারিগরি সহায়তা চেয়েছে।শেষ পর্যন্ত তালেবানের শর্ত মেনে আফগানিস্তানে সেনা না রেখেই তুরস্ক কাবুল বিমানবন্দর চালাতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে রাজি হবে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।২০ বছর পর ফের আফগানিস্তানের শাসনভার নিতে যাওয়া তালেবানের শর্তসাপেক্ষে করা অনুরোধ মেনে নিয়ে বিমানবন্দর পরিচালনার মতো বিপজ্জনক কাজের ভার নেওয়া হবে কী হবে না, সে ব্যাপারে আঙ্কারা এখনও দ্বিধাগ্রস্ত বলে জানিয়েছেন তুরস্কের এক কর্মকর্তা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ৩১ আগস্টের মধ্যেই হবে বলে জানিয়েছেন দেশটির আরেক কর্মকর্তা।

Advertisement