ব্রিট বাংলা ডেস্ক :: অধিকৃত কাশ্মীরে গ্রেনেড হামলায় ভারতীয় দুই জওয়ানসহ চার জন আহত হয়েছেন। রোববার সকালে শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শ্রীনগরের লালচকের প্রতাপ পার্কে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা। অতর্কিত হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন পথচারীরা। সেই সুযোগ নিয়েই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
হামলার পরপরই গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আহত ২ সিআরপিএফ জওয়ান এবং ২ পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রেনেড হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জম্মু-কাশ্মীরে। ডিএসপি দিবেন্দর সিংয়ের গ্রেফতারির পর এই প্রথম হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। কাশ্মীরের দুই শীর্ষ জঈশ নেতার সঙ্গে গ্রেফতার করা হয় ডিএসপি দিবেন্দর সিংকে। সংসদ হামলায় তার জড়িত থাকার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।