কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি

গত ৩ ডিসেম্বর কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচন উপলক্ষে এক সভা বিদায়ী চেয়ারম্যান জনাব ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

পূর্ব লন্ডনের বারাকা রেষ্টুরেন্টে অনুষ্টিত সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কমিউনিটি নেতা জনাব কে এম আবু তাহের চৌধুরী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ অর্থনীতিবিদ জনাব কাজী সাগীর আহমদ, সলিসিটর জনাব শামিম চৌধুরী, দর্পন পত্রিকার এডিটর জনাব রহমত আলী, এডভোকেট সিরাজুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন চেয়ারম্যান জনাব খান জামাল প্রমুখ।
নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ইসলাম উদ্দিন উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

নবনির্বাচিত কমিটি:

চেয়ারম্যান:জনাব ইসলাম উদ্দিন
ভাইস চেয়ারম্যান:মিসেস সুফিয়া আলম
জেনারেল সেক্রেটারী: মামুনুর রশিদ চৌধুরী
এসিসটেন্ট সেক্রেটারী:আলাউদ্দিন আহমেদ
ট্রেজারার:সুহেল আহমেদ
এডুকেশন সেক্রেটারী:শাহাদাত হোসাইন লাকি
সোসাল ওয়েলফেয়ার সেক্রেটারী:রেজাউল ইসলাম খান
কালচারাল সেক্রেটারী:শহিদুর রহমান
অর্গানাইজিং সেক্রেটারী:মোঃ সেবুল মিয়া

কার্যকরি পরিষদের মেম্বার হিসেবে নিন্মোক্তদের মনোনয়ন দেওয়া হয়।

মোঃ ফারুক আহমেদ, সৈয়দ সেলিম আহমেদ , জুবায়ের সিদ্দিীক সেলিম, মাহবুবুর রহমান চৌধুরী, বাবুল আহমেদ বাবুল, তাজুল ইসলাম, আব্দুল আহাদ, মাহতাব সিদ্দিকী, মিসেস জেসমিন আহমেদ, আতিকুল ইসলাম, আব্দুল মুকিত, সাইফুল ইসলাম, আবদুস সামাদ, মাওলানা ইদ্রিস আলি, শরীফ আহমেদ, ইকবাল আহমেদ, মেহেদি হাসান, নজরুল ইসলাম, মোঃ রনি আহমেদ।

Advertisement