কেয়ারার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের গ্রীনফেল টাওয়ার পরিদর্শন: ভিকটিমদের স্মরনে ফাতেহা পাঠ ও দোয়া

২৬শে জুন সোমবার বিকাল সাড়ে ৬টায় টাওয়ার হামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ গ্রীনফেল ট্রাজেডির ভিকটিমদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে ওয়েস্ট লন্ডনের লাটিমার রোড স্টেশনের নিকটে অবস্থিত গ্রীনফেল টাওয়ার এলাকা পরিদর্শন করেন। পুলিশি কর্ডনের বাহিরে থেকে নেতৃবৃন্দ দাড়িয়ে থাকা পুড়ে যাওয়া টাওয়ার ও আশেপাশের বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন। এসব রাস্তায় ও দেয়ালে ছিল হারানো স্বজনদের ছবি ও শোকগাতা।

http://www.tajaccountants.co.uk/

এসময় নেতৃবৃন্দ দ্বায়িত্বরত পুলিশ,সহানুভূতি প্রকাশ করতে আসা লোকজন ও স্থানীয় রেসিডেনসদের সাথে কথা বলেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে ট্রাজেডিতে নিহতদের পরকালিন শান্তি ও বেচে যাওয়া স্বজন হারা মানুষ জনের দ্রুত আরোগ্য লাভ এবং শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।


এসময় কেয়ারর্স এসোসিয়েশনের পরিদর্শন দলে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম আব্বাছ উজ জামান, সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মিডিয়া সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী ও কমিউনিটি নেতা ইউনুস আহমদ। বিজ্ঞপ্তি

Advertisement