কোরিয়ান অভিনেতা চা ইন-হা’র মৃতদেহ উদ্ধার

ব্রিট বাংলা ডেস্ক :: কোরিয়ান অভিনেতা চা ইন-হা’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নিজ বাড়ি থেকে ২৭ বছর বয়সী এই অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। কোরিয়ান নাটক ‘দ্য ব্যাংকার’ এবং ‘লাভ ইউথ ফ্লস’ এ অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন চা ইন-হা। প্রতিভাবান এই শিল্পী পপ ব্যান্ড সারপ্রাইজ ইউ’র সদস্যও ছিলেন। মৃত্যুর ব্যাপারে কোনো গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছে চা ইন-হা’র এজেন্সি ফান্টাজিও। চা ইন-হা’র ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্যের অনুষ্ঠান হবে পারিবারিকভাবে গোপনে। মাত্র কয়েকদিন আগে কোরিয়ান পপ গায়িকা গু হারাকে (২৮) মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে কোরিয়ান আরেক গায়িকা সুলি (২৫) গত অক্টোবরে আত্মহত্যা করেন।

Advertisement