ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে একটি লড়ি ও বাসের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গাইহার্ন এলাকার থর্নি রোডে এই দুর্ঘনা ঘটে। দুর্ঘটনায় ৫০ বছর বয়সী বাসের ড্রাইভার এবং ৭০ বছর বয়সী বাসের এক যাত্রী নিহত হন।
ক্যামব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, পিটরবারা থেকে প্রায় ১৫ মাইল দূরে ৬০ মাইল গতিবেগের এ-ফোরটি সেভেন মটরওয়েতে ফার্স্ট ইস্টার্ন কাউন্টির একটি ডাবল ডেকার বাসের সঙ্গে ব্রেটস ট্রান্সপোর্টের একটি লরির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বাস ড্রাইভার এবং এক যাত্রী নিহত হলেও আহত হয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা বেশ গুরুতর। মাথায় মারাত্মক জখমের পাশাপাশি শরীরের বিভিন্ন হাড় ভেঙ্গে গেছে তাদের। কেউ কেউ ব্রেইনেও আঘাত পেয়েছেন।
হতাহত সবাইকে পিটারবারাহ সিটি হাসপাতাল এবং কিংস লাইনে কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইস্ট অব ইংল্যান্ড এম্বুলেন্স সার্ভিস। এদিকে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহ রেখেছে।
Two men died when a double-decker bus and a lorry were involved in a crash on the A47 in Cambridgeshire.
Twelve other people were injured in the accident at about 07:30 BST on Thorney Road, Guyhirn.
The driver of a First Eastern Counties bus, in his 50s, died, along with a passenger in his 70s.
The accident, on a stretch of road with a 60mph speed limit, involved a Bretts Transport lorry near the entrance to its depot, 15 miles from Peterborough.