ব্রিট বাংলা ডেস্ক : ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার রবি ফ্রাইলিঙ্ক। আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই অলরাউন্ডার। মঙ্গলবার ফ্রাইলিঙ্ক নিজেই নিশ্চিত করেন তার অবসরের বিষয়টি।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ৩টি টি-টোয়েন্টি। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) মাতিয়েছেন তিনি। চিটাগং ভাইকিংসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর সর্বশেষ সংস্করণে খেলেন খুলনা টাইগার্সের হয়ে। এই আসরেও ব্যাট-বল হাতে ছিলেন উজ্জ্বল।
অবসরের আগে ১৭ বছর পেশাদার ক্রিকেট খেলেছেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে ফ্রাইলিঙ্ক বলেন, “দীর্ঘদিন সতীর্থদের সাথে খেলে দারুণ উপভোগ করেছি আমি। তাদের কেউ কেউ ছোট থেকে অনেক বড় খেলোয়াড়ে পরিণত হয়েছে। সবাইকে মিস করব। আমরা একটি পরিবার এবং সবাই আমার হৃদয়ে।”