খাদ্য সচিবের সাথে সিলেট জালালাবাদ কল্যান সংঘের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এমডি রিয়াজ হোসেন, ইতালী : রোম সফররত খাদ্য মন্ত্রনালয়ের সচিব ,সিলেটের কৃতি সন্তান মোঃ কায়কোবাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর সিলেট জালালাবাদ কল্যান সংঘের নেতৃবৃন্দ। গত ৬জুলাই রাতে রোমের তরপিনাতারা সুন্দরবন রেষ্টুরেন্টে খাদ্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট জালালাবাদ কল্যান সংঘের সভাপতি মোঃজামিল আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন বাবুল, সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন লিচু, সাংগঠনিক সম্পাদক অলিউর তালুকদার সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের উপ সচিব আয়াতুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান, প্রথম সচিব ইরফানুল হক। এ সময় তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। খাদ্য মন্ত্রনালয়ের সচিব বলেন,  জালালাবাদ কল্যান সংঘের নেতৃবৃন্দের সাথে মিলিত হতে পেরে তিনি খুবই আনন্দিত ।সিলেটবাসী দেশে এবং প্রবাসে সুনামের সাথে বসবাস করে এটাই সবচাইতে বড় পাওয়া।

Advertisement