খুলনাকে ১৭৩ রানের টার্গেট দিলো ঢাকা

ব্রিট বাংলা ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বে খুলনা টাইগার্সকে জয়ের জন্য ১৭৩ রানের টার্গেট দিয়েছে ঢাকা প্লাটুন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে মাশরাফির ঢাকা প্লাটুন।

ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের জুটিতে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যায় ঢাকা। দলীয় ৫ ওভার তিন বলে ৪৫ রানের মাথায় মোহাম্মদ আমীরের বলে ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ দিয়ে ২৫ রান করে মাঠ ছাড়েন তামিম ইকবাল। তামিমের বিদায়ের পর কিছুটা ধস নামে ব্যাটিং লাইনআপে। ৬২ রানের মধ্যে এনামুল (১৫) ও মেহেদী হাসান (১) সাজঘরে ফেরেন।

তবে আরিফুল হককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হক। দলীয় ১১৮ রানের মাথায় আমিরের দ্বিতীয় শিকার হন মুমিনুল হক। ৩৬ বলে ৩৮ রান করেন তিনি। এরপর আরিফুল হকের ৩৭ ও আসিফ আলীর ১৩ বলে ৩৯ রানের সুবাধে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭২ রান। ২৭ রান দিয়ে ২ উইকেট পান মোহাম্মদ আমির।

বিপিএলের চলতি আসরে সমান ১০ পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে আছে খুলনা ও ঢাকা। এই ম্যাচের জয়ী দলই রাজশাহীকে টপকে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

Advertisement