খেলাফত মজলিস যুক্তরাজ্যের তরবিয়তি মজলিস ২৬ জানুয়ারী আলহুদা সেন্টারে অনুষ্ঠিত হবে

ব্রিটবাংলা ডেস্কঃ খেলাফত মজলিস যুক্তরাজ্যের তরবিয়তি মজলিস আগামী ২৬ জানুয়ারী ২০১৮ রোজ শুক্রবার বিকাল ৮:৩০ঘটিকায়   ইস্ট লন্ডনস্থ আলহুদা সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে নির্বাচিত সকল দায়িত্বশীলদের যথাসময় নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য প্রচার বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।

গত ১৯ জানুয়ারী ২০১৮ রোজ শুক্রবার খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিততে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় শাখার সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাহী সভা দারসে কোরআনের মাধ্যমে শুরু করে, এতে বক্তব্য রাখেন, শাখার সহ সভাপতি মাওলানা শওকত আলী, হাফিজ আব্দুল কাদির, মুফতী হাফিজ মাওলানা হাসান নুরী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ শেখ মুসতাক আহমাদ, অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ মারুফ আহমাদ প্রমুখ।

এদিকে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহ সভাপতি হাফিজ মাওলানা আশরাফ চৌধুরীর মাতার ইন্তেকালে যুক্তরাজ্যের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমার দেশ-বিদেশের সকল আত্মীয় সজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর নিকট দোয়া করেন।

Advertisement