গণহারে অ্যান্টিবডি পরীক্ষা শুরু করছে রাশিয়া

ব্রিট বাংলা ডেস্ক :: করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় রাশিয়ায় গণহারে অ্যান্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লকডাউন খুলে দেয়ায় সম্ভাব্য সময়সীমা যাচাই করতে মস্কো প্রতিদিন হাজার হাজার নাগরিকের অ্যান্টিবডি পরীক্ষা শুরু করছে বলে রয়টার্স জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেন, প্রকৃত সংক্রমণের শিকার মানুষের সংখ্যা দাফতরিক তথ্যের চেয়ে অনেক বেশি। কারণ অনেক লোকের উপসর্গ দেখা দেয়নি বলে তারা বাহক কি না, বুঝতে পারেননি।

মেয়র জানান, এই কর্মসূচির আওতায় কয়েকদিন পর পর প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নগরের ৩০টি ক্লিনিকে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করার আমন্ত্রণ জানানো হবে। এতে করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি পরীক্ষা করা হবে।

রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটি আক্রান্তের দিক দিয়ে যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়েছে।

গত মঙ্গলবার সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে আসে। যদিও একদিন আগে তৃতীয় অবস্থানে ছিল দেশটি।

দেশটির ইমার্জেন্সি টাস্ক ফোর্স জানায়, রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি আক্রান্ত রোগীকে এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement