গোপালগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: গোপালগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে রনি হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বনগ্রামে এ সংষর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। গতকাল বুধবার সন্ধ্যায় দোকানে চা পানের সময় স্থানীয় মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকেই এই ঘটনার উৎপত্তি।

এ নিয়ে আজ বৃহস্পতিবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার করতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement