গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিলেট অফিস :: সিলেটের গোলাপগঞ্জের যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা আরোহী ৫ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই মারা গেছেন তিনজন। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো দুই জন। শনিবার সকালে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের সিএনজি চালক বাহার উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামের মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া ও একই গ্রামের জাকারিয়া। তবে নিহত অন্য দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীরা জানিয়েছেন- বড়লেখাগামী (সিলেট-গ ১১-০০৩৫) একটি বাসের সঙ্গে গোলপগঞ্জের রানাপিং বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করা একটি সিএনজি অটোরিকশার (সিলেট-থ ১১-৪১৫৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী বাজারের কাছে এ সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক বাজার, যাত্রী লাল মিয়া ও জাকারিয়া। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত ও আহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোলপাগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন- ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া আহত আরো দুইজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।

Advertisement