সভাপতি আব্দুল বাছিত ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহজাহান
গত ২৯ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সাবেক আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার ড. রেণু লুৎফা এবং সভা পরিচালনা করেন সাবেক সদস্য সচিব আনোয়ার শাহজাহান।
সভায় ট্রাস্টের পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুল বাছিত, রুহুল আমিন রুহেল, আব্দুল হেকিম চৌধুরী, জহির হোসেন গৌছ, রুহুল কুদ্দুস জুনেদ, মোহাম্মদ শামীম আহমদ, আনোয়ার শাহজাহান, মোহাম্মদ আব্দুল মতিন, শাহরিয়ার আহমদ সুমন, জেনিফার সারোয়ার লাস্কমী, রায়হান উদ্দিন, আতিকুর রহমান শাফার, বদরুল আলম বাবুল, তারেকুর রহমান ছানু, শিয়াব উদ্দিন, সালেহ আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, হাসান আহমদ, মুহিবুল হক, মুকিতুর রহমান মুকিত, মো ছয়ফুল আলম, মোহাম্মদ এনামুর রহমান এনু, মাহমুদুর রহমান, দুলাল আহমদ, জয়নাল খান প্রমুখ।
সভায় বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের কন্ঠ ভোটে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ২৬ সদস্যকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত কমিটির সদস্যরা হলেন; চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত,
ভাইস চেয়ারম্যান: রুহুল আমিন রুহেল, আব্দুল হেকিম চৌধুরী, আব্দুর রহমান খান সুজা ও জহির হোসেন গৌছ।
জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান,
এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি:তারেকুর রহমান ছানু,
ট্রেজারার বদরুল আলম বাবুল,
এসিস্ট্যান্ট ট্রেজারার হাছান আহমদ,
অর্গানাইজিং সেক্রেটারি জেনিফার সারোয়ার লাক্সামি, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ,
কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন
এডুকেশন সেক্রেটারি মোহাম্মদ নাছির উদ্দিন,
প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি শিয়াব উদ্দিন,
স্পোটস সেক্রেটারি মুকিতুর রহমান,
ইয়ুথ সেক্রেটারি আতিকুর রহমান শাফার,
ইসি মেম্বার মোহাম্মদ শামীম আহমদ, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোহাম্মদ আব্দুল মতিন, দেওয়ান নজরুল ইসলাম, সৈয়দ নাদির আহমদ, মোহাম্মদ সাইফুল আলম, তৈফিক আহমদ টিটু, রেদওয়ান হোসেন রেজা, কাজী মোহাম্মদ দিলওয়ার হোসেন ও মাহমুদুর রহমান।