গোলাপগঞ্জ এডুককেশন ট্রাষ্ট ইউকে‘র নির্বাচন সম্পন্ন আলতাফ-মোস্তাফিজ জবরুল প্যানেল বিজয়ী।২৬ নভেম্বর রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে‘র নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিপূল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে দুটি প্র্যানেল অংশ নেয় ৮০ ভোটের ব্যাবধানে আলতাফ-মোস্তাফিজ জবরুল প্যানেল বিজয়ী হয়। পূর্ব লন্ডনের দি আট্রিয়াম ব্যানকুইটিং ভ্যানুতে অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসাবে নিবার্চিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আলতাফ হোসেন বাইছ, সেক্রেটারী মোস্তাফিজুর চৌধুরী রুহুল, কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি। নির্বাচনে আলতাফ-রুহুল-জবরুল প্যানেল ভোট পেয়েছে ৫৫০ টি। অন্যদিকে পরাজিত প্যানেল আশরাফ-এনাম-সেলিম প্যানেল পেয়েছে ৪৭০ টি ভোট। উল্লেখ্য ১৯৯৮ সালে যুক্তরাজ্য বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলাবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে। ট্রাষ্ট্রে বর্তমানে সদস্যসংখ্যা ১২০২ এবং মূলধন আড়াই কোটির টাকার কাছাকাছি। বিভিন্ন সংগঠন এবং ব্যাক্তির পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নব নির্বাচিত কমটির সদস্যরা হলেন।