গ্রিসে জেল থেকে ছাড়া পেলেন ম্যানইউ অধিনায়ক

ব্রিট বাংলা ডেস্ক :: গ্রিসে পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলেন ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। শনিবার তাকে নির্দোষ সাব্যস্ত করেছেন গ্রিসের আদালত। দুদিন আগে গ্রিসের মিকোনোস দ্বীপে পুলিশের সঙ্গে মারামারির অভিযোগে গ্রেপ্তার করা হয় ২৭ বছর বয়সী হ্যারি ম্যাগুয়ারকে। গ্রিক পুলিশ জানিয়েছে, সিরোস দ্বীপে মারামারির পর বৃটেনের সফররত তিন নাগরিক কর্তব্যরত পুলিশের সঙ্গে গালাগালি ও বিবাদে জড়ান। তবে শনিবার শুনানি শেষে ম্যাগুয়ারকে নির্দোষ সাব্যস্ত করেন গ্রিক আদালত।
বৃহস্পতিবার রাতে গ্রিসের পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে যান ম্যাগুয়ার। তার সঙ্গে ছিলেন আরও দুইজন। তাদের তিনজনকেই হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে যায় পুলিশ।

ডিফেন্ডার হিসেবে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যাগুয়ার যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

সাড়ে ৮ কোটি পাউন্ড মূল্যের সেন্টার ব্যাক অধিনায়কের আর্মব্যান্ড পরে ম্যানচেস্টার ইউনাইটেডকে এবার প্রিমিয়ার লীগে তৃতীয় স্থান পাইয়ে দিয়েছেন ম্যাগুয়ার। কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর যা প্রিমিয়ার লীগে ম্যানইউর দ্বিতীয় সেরা সাফল্য।

এর আগে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, গ্রিসের মাইকোনোস দ্বীপে নৈশ বিহারে ছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে দুটি ইংলিশ দলের মধ্যে মারামারি চলছিল, খবর পেয়ে তাদের ঠেকাতে যায় পুলিশ। এদের মধ্যে খুবই উত্তেজিত ছিলেন ম্যাগুয়ার, গালাগালি করতে করতে দুই পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হন তিনি। পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ম্যাগুয়ারসহ আরও দুই ইংলিশ ফুটবলারকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং এই তিনজনকেই একসঙ্গে রাত কাটাতে হয় হাজত খানার একটি কক্ষে। শুক্রবার দিনের শেষদিকে নিকটবর্তী সাইরোস দ্বীপে রাষ্ট্রীয় কৌসুলির কাছে হাজিরা দেন ম্যাগুয়ার। আর সেখানে ঘুষ দেয়ার চেষ্টা করায় দ্বিতীয় রাতের মতো হাজতে থাকতে হয় এই ইংলিশ ডিফেন্ডারকে।

এ বছর ইংলিশ প্রিমিয়ার লীগের ৩৮টি ম্যাচ খেলে নতুন এক রেকর্ড গড়েছেন ম্যাগুয়ার। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট এনে দিয়েছেন ইউনাইটেডকে। ইউরোপা লীগের সেমিফাইনালে তুলেছিলেন দলকে। স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছে হেরে যায় তারা। শেষ পর্যন্ত সেভিয়াই জেতে শিরোপা।

Advertisement