গ্রেটার কামালবাজার ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০টায়। পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত এ অভিষেকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। আরও উপস্থিত থাকবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া। ইতোমধ্যেই ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশে অগ্নিদগ্ধ পরিবারকে আর্থিক অনুদান এবং সিলেটের দক্ষিণ সুরমায় শীতবস্ত্র বিতরণ করা হয়। অভিষেক অনুষ্ঠানে সকল ট্রাস্টি এবং সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদ, সেক্রেটারী বক্তিয়ার খান এবং ট্রেজারার আব্দুল মুকিত নানু।
Advertisement