গ্রেনফেল টাওয়ার ট্রাজেডি : ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী : পদত্যাগ করলেন সিইও

ব্রিটবাংলা রিপোর্ট : ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগিদের তাৎক্ষনিকভাবে যথাযথ সহযোগিতা না দেওয়ার ব্যর্থতার দায়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার পর পদত্যাগ করেন কেনসিংটন এন্ড চেলসি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ পদত্যাগ করেন।
গত ১৩ জুন দিবাগত রাতে নর্থ কেনসিংটনের ২৪ তলা ভবন গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ৭৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। অগ্নিকান্ডের পর ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিকভাবে যথাযথ সহযোগিতা এবং বিল্ডিংয়ের ফায়ার সেইফটি মনিটরিংসহ নানান ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন কাউন্সিলে চিফ এক্সিকিউটিভ নিকোলাস হলগেইট। কমিউনিটি সেক্রেটারী সাজিদ জাভিদ তাকে পদত্যাগ করতে বলেছেন বলেও তিনি সংবাদ মাধ্যমে জানান।
এর আগে কাউন্সিল এবং সরকারের ব্যর্থতার দায়ে বুধবার পার্লামেন্টে ক্ষমা চান প্রধানমন্ত্রী থেরিজা মে। আগুন লাগার পর বুধবার ঘটনাস্থলে গিয়ে শুধুমাত্র ফায়ার সার্ভিস সদস্যদের দেখা করেন। তবে ভুক্তভোগিদের সঙ্গে দেখা বা কথা না বলায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী থেরিজা মে।

Advertisement