ঘণ্টায় ৫০ জন করোনা আক্রান্ত হচ্ছে ইরানে

ব্রিট বাংলা ডেস্ক : ইরানে প্রতি ঘণ্টায় গড়ে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য, চিকিৎসা ও মেডিক্যাল শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এ ধরনের পরিস্থিতিতে ভ্রমণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার বলেও মনে করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি সামাজিকতা রক্ষা থেকে দেরে থাকা দরকার বলেও মনে করে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি রেজা রাইসি গতকাল বুধবার জানান, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার তিনশ ৬১ জন, সুস্থ হয়েছেন পাঁচ হাজার সাতশ ১০ জন এবং মারা গেছেন এক হাজার একশ ৩৫ জন।

যদিও সরকার বিরোধীদের দাবি, আক্রান্ত ও নিহতের সংখ্যা সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক গুণ বেশি।

Advertisement