ঘুর্ণিঝড় ওফেলেয়ার আঘাতে ৩ জন নিহত : Hurricane Ophelia: Three people die as storm hits Ireland

ব্রিটবাংলা রিপোর্ট : আটলান্টিকে সৃষ্ট/ঘুর্ণিঝড় অফেলেয়া সোমবার বিকেলে নর্দার্র আয়ারল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের আঘাত হেনেছে। এর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ৯৭ থেকে ১শ৯ মাইল। অফেলেয়ার আঘাতে আয়ারল্যান্ডে একটি গাড়িতে গাছ চাপায় ১ জন পুরুষ ও ১ জন মহিলা নিহত হন। অন্যদিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডে গাছ চাপায় ১ জন নিহত হন। এছাড়া আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছে স্কটল্যান্ড পুলিশ। ওফেলেয়ার প্রভাবে বেশ ডাবলিন ম্যানচেষ্টারসহ কয়েকটি বিমান বন্দরে প্রায় কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ডাবলিনে ১৩০টি ফ্লাইট এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে ২০টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডে মঙ্গলবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

Hurricane Ophelia: Three people die as storm hits Ireland

Two men and a woman have been killed as the remnants of Hurricane Ophelia hit the British Isles.

As hurricane-force gusts battered the Republic of Ireland, one woman and a man died in separate incidents when trees fell on their cars.

A second man died in a chainsaw accident while attempting to remove a tree felled by the storm.

Thousands of homes and businesses are without power in the Irish Republic, Northern Ireland and Wales.

Police in Scotland say the storm has hit Dumfries and Galloway and it is forecast to continue over the region into the evening.

All road users were urged to stay indoors and not travel unless their journey was absolutely necessary.

Flights were also disrupted as several UK planes were forced to land or divert after reports of a “smoke smell” linked to weather conditions.

  • Dublin Airport said about 130 flights were cancelledRyanairAer Lingus, British Airways, Qatar Airways, Air France, CityJet, Emirates and KLM have all cancelled some flights due to the severe weather
  • Belfast Airport said passengers should check with their airline
  • Planes have been grounded at Manchester Airport, with 20 flights cancelled
  • Edinburgh Airport said its flights to Ireland had been cancelled but all others were unaffected
  • All flights, including that of the mail plane, have been cancelled by the Isle of Man’s airport
  • All schools and further education colleges in Northern Ireland and the Republic of Ireland are closed. Schools in the Republic and Northern Ireland will remain closed on Tuesday
  • All schools in Anglesey and Pembrokeshire have closed early along with some in Gwynedd. Bangor University and Aberystwyth University have closed for Monday afternoon.
Advertisement