চট্টগ্রামে কোভিড-১৯ এ শনাক্ত ২৬

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ নতুন করে ২৬ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৯ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ২৬৩ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ২৬ জন শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৮ জন ও সাত উপজেলার ৮ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৪৮৩ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৬৫২ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৩১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ২ জন এবং মিরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলীতে একজন করে রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন। এরমধ্যে শহরের ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

 

Advertisement