‘চলতি বছরে ৯ লাখ ৭৩ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে’

    ব্রিট বাংলা ডেস্ক : চলতি বছরে মোট ৯ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে এক লাখ ১৮ হাজার নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে। যা এ যাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক।

    এছাড়াও শিগগিরই জাপানে প্রশিক্ষণপাপ্ত কর্মীদের পাঠানো হবে। জাপান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করার পর এ ব্যাপারে কিছু দিনের মধ্যে জাপান বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আজ রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

    তিনি বলেন, প্রবাসী নারীদের নিরাপত্তার ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন রয়েছি। চলতি বছরে বিভিন্ন দেশে ৯ জন প্রবাসী নারীর অভিযোগ পাওয়া গেছে। আমরা এসব সমস্যার দ্রুত সমাধান করেছি।

    এ বছরে ১০ লাখের অধিক কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা নারী অভিবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষার পাশাপাশি অভিবাসনকে নারীর ক্ষমতায়নে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছি।

    তিনি বিদেশে নিরাপদ কর্মসংস্থানের জন্য নারী কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশি শ্রমিকদের বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর চাহিদা রয়েছে।চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন দেশে পাঠাতে পারলে তারা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জল করবে।

    বাংলাদেশিদের জন্য জাপানি শ্রম বাজার উন্মুক্ত হওয়ার প্রাক্কালে মন্ত্রণালয়ের নিজস্ব ভবনে আজ মন্ত্রণালয়ের অর্থায়নে একটি স্থায়ী জাপানী ভাষা প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়।

    মন্ত্রী বলেন, জাপানসহ বিভিন্ন দেশে কর্মীদের পাঠানোর লক্ষ্যে সারাদেশে পিছিয়ে পড়া ৪২টি জেলার ২২টি থেকে লোকজন বাছাই করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অভিবাসনে পিছিয়ে পড়া ২২টি জেলার প্রশিক্ষাণার্থীদের নিয়ে আপাতত প্রশিক্ষণটি শুরু করা হয়েছে। অচিরেই অভিবাসনে পিছিয়ে পড়া বাকি ২০টি জেলার প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ শুরু হবে।

    Advertisement