চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ২ উইকেটে ৩০৩ রান করেছে সফরকারী বাংলাদেশ।হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ৮৮ বলে ৬২ ও লিটন দাস ৮৯ বলে ৮১ রান করেন। আহত অবসর হয়ে মাঠ ছাড়েন লিটন।এরপর আনামুল হক ৬২ বলে ৭৩ এবং মুশফিকুর রহিম ৪৯ বলে অপরাজিত ৫২ রান করেন। ১২ বলে অপরাজিত ২০ রান করেন মাহমুদুল্লাহ।বল হাতে জিম্বাবুয়ের ভিক্টোর নিয়ুচি-সিকান্দার রাজা ১টি করে উইকেট নেন।
Advertisement