বিয়ে হয়ে গেল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের।মঙ্গলবার দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেলে সনি পোদ্দারের সঙ্গে নায়িকার বিয়ের আনুষ্ঠনিকতা সম্পন্ন হয়।এর আগে সোমবার অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। বিয়েতে মিম পরেছেন লাল লেহেঙ্গা সঙ্গে শরীর জুড়ে মোড়ানো দামি গহনা।মিমের স্বামী সনি পরেছেন চাদরে মোড়া শেরওয়ানি ও গোলাপি পাগড়ী।দুজনের হাস্যোজ্জ্বল বেশ কয়েকটি ছবি দুপুরে পৌঁছায় চ্যানেল আই অনলাইনের কাছে। গত ১০ নভেম্বর জন্মদিনের দিন বাগদান সেরেছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। এবার তিনি শুভ কাজটি সারলেন।মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ধুমধাম আয়োজনে সিঁথিতে সিঁদুর পরেন ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার এই নায়িকা। সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।মিমের স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। ১০ নভেম্বর জন্মদিনে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে মিম ও সনির দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল।
চিত্রনায়িকা মিমের বিয়ে সম্পন্ন
Advertisement