চীনকে দেয়া ৪৪ জোড়া ট্রেনের বরাত বাতিল করলো ভারত

ব্রিট বাংলা ডেস্ক :: লাদাখে ভারত – চীন সংঘর্ষের পর চীনকে ভাতে মারার যে নীতি ভারত নিয়েছে তা অব্যাহত আছে। চীনের সঙ্গে একটির পর একটি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে ভারত। শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে যে, চীনকে যে সেমি হাই স্পিড চুয়াল্লিশ জোড়া ট্রেন এর বরাত দেয়া হয়েছিল তা তারা বাতিল করলো। উল্লেখযোগ্য, ভারতীয় সংস্থা পাইওনিয়ার ফিল মেড সংস্থার সঙ্গে জোট বেঁধে চুয়াল্লিশটি ট্রেন এর বরাত পেয়েছিল চীন এর ইঙগি ইলেকট্রিক কর্পোরেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া নীতি মেনে এই বরাত এবার দেয়া হবে কোনও ভারতীয় সংস্থাকে। উল্লেখযোগ্য যে, টেন্ডার ডেকে এই বরাত দেয়া হলেও চীনা সংস্থাগুলোর কাজকর্ম ভারতে বন্ধ করার যে নীতি নেয়া হয়েছে তারই অনুসারী এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বশবর্তী হয়েই চীনা মোবাইল সংস্থা ভিভোকে সরানো হয়েছে আইপিএল এর টাইটেল স্পন্সর থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও বছরে চারশো চল্লিশ কোটি টাকা দেয়া সংস্থাটিকে রাখার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলো, কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর তারাও পিছু হটে। ভারতে ঊনষাটটি চীনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে। চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। এই অবস্থার চীনা সংস্থার বরাত বাতিল করা ছাড়া অন্য রাস্তা ভারতীয় রেল এর সামনে খোলা ছিল না।।

Advertisement