চীনে আজ সোমবার নতুন করে ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারির পর দেশটিতে এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। নতুন করে করোনায় মারা গেছে তিন জন।দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৪০ জন আভ্যন্তরীণভাবে সংক্রমিত হয়েছে। এ সংক্রমণ পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের গুচ্ছ সংক্রমণের সঙ্গে সম্পর্কিত।এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছিল ৩২ জন। এনিয়ে দেশটিতে এখন মোট সংক্রমিতের সংখ্যা ৯২ হাজার ৬০৫। আর মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৬।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৭ জন, যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ হাজার ২২৮। তবে এখনও চিকিৎসাধীন আছেন ৭৪১ জন, যার মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
Advertisement