চীনে ৫তলা হোটেল ধস, নিহত ৬

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল একটি ৫ তলাবিশিষ্ট হোটেল। আকস্মিকভাবে সেই হোটেল ধসে মাটির সঙ্গে মিশে গেছে। এতে ওই হোটেলে থাকা প্রায় ৭০ জন ব্যক্তি আটকা পড়েন। তার মধ্যে নিহত হয়েছেন ৬ জন। অনেক চেষ্টা করে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছিল। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে চীনের কুয়ানঝৌ শহরের সিনজিয়া হোটেলে। কি কারণে হোটেলটি ধসে পড়েছে তা নিশ্চিতভাবে জানা যায় নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোটেলটি ধসে পড়ে। এর পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও। তাতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ফুজিয়ান প্রদেশের ওই ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। যেসব মানুষ করোনা ভাইরাস আক্রান্ত রোগিদের ঘনিষ্ঠতায় গিয়েছিলেন তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য ওই হোটেলটি একটি কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটি ২০১৮ সালে চালু করা হয়। এতে আছে ৮০টি কক্ষ।

Advertisement