চুপ কেন তিন খান?

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও এখনও চুপ রয়েছেন বলিউডের তিন অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এ বিষয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাননি তারা। কোনো টুইট বা স্ট্যাটাসও দেননি। টুইটারে অনেকেই শাহরুখ খান, আমির খান ও সালমান খানকে ট্যাগ করে শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। শ্রীবাস্তব নামে একজন লিখেছেন, শাহরুখ খান এখানকার প্রাক্তন শিক্ষার্থী। স্বাধীনতাসংগ্রাম যারা করেছেন, সেই মওলানা আজাদের পরিবারের সদস্য আমির খান। সালমান খান বিয়িং হিউম্যানের উদ্যোক্তা। আর যখন আপনাদের কণ্ঠস্বর জরুরি হয়ে পড়ে, তখন কেন আপনারা কথা বলেন না? কীসের ভয় আপনাদের? আমান ওয়াদুদ নামের এক ব্যক্তি শাহরুখ খানকে ট্যাগ করে লিখেছেন, আপনি তো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীরা কী নৃশংসভাবে মার খেল। এত বড় একটা ঘটনায় আপনি কীভাবে চুপ আছেন? শাহরুখের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় রেডিও জকি রোশন আব্বাসও। কিং খানের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় রোশন প্রশ্ন রেছেছেন। তিনি বলেন, আপনিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে চুপ কেন আপনি?

Advertisement