চোখের জলে শেষ বিদায় সিলেটবাসীর

সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের দুই বারের সাবেক সাংসদ আবুল মাল আবদুল মুহিতকে বিদায় জানিয়েছেন সিলেটের মানুষ। আজীবন অন্ত:প্রাণ এই মানুষটিকে বিদায় জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় লাশ। নিজেই উদ্যোগী হয়ে গড়ে তুলেছিলেন এই শহীদ মিনার।দুপুর ১২ টার দিকে নগরীর হাফিজ কমপ্লেক্স থেকে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চ প্রস্তুত করে রাখা হয়। কালো চাদরে আচ্ছাদিত মঞ্চে ড. মুহিতের কফিন রাখার পর একে একে শ্রদ্ধা জানান সিলেটের সর্বস্তরের মানুষ। শতাধিক সংগঠনের পক্ষ থেকে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এই মানুষটির কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার।এদিকে, আজ বেলা ২টায় নগরীর আলীয়া মাদ্রাসার ময়দানে ড. মুহিতের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Advertisement