ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটেনের মূলধারা এবং কমিউনিটি সংবাদ মাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে সংশ্লিস্টদের মেধার মূল্যায়নে দ্বিতীয়বারের মতো প্রদান করা হল ইস্টউড এওয়ার্ডস।
এবার মিউজিক, ড্রামা, মডেলিং এবং টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০টি এওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে সেরা চারটি এওয়ার্ডই উঠেছে চ্যানেল এসের ঘরে।
বেস্ট টিভি রিপোর্টার ক্যাটাগরিতে এওয়ার্ড পেয়েছেন চ্যানেল এসের চীফ রিপোর্টার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের।
বেস্ট ফিমেইল নিউজ প্রেজেন্টার ক্যাটাগরিতে এওয়ার্ড লাভ করেন চ্যানেল এসের নিউজ প্রেজেন্টার ডাক্তার নাহিদ অদিতি।
গত বছর একই ক্যাটাগরিতে এওয়ার্ড পেয়েছিলেন ডক্টর জাকি রিজওয়ানা আনোয়ার। এবার তিনি বেস্ট গীতিকার হিসেবে এওয়ার্ড পেয়েছেন। ‘যতো দুরে যাই’ গানটির গীতিকার তিনি।
এই গানের প্রধান শিল্পী প্রপা আনোয়ার বেস্ট মিউজিক কম্পোজিশিয়ান এওয়ার্ড পান।
এদিকে চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার গাঁও’এর উপস্থাপক শায়েক আহমদ এবার মেইল ক্যাটাগরিতে বেস্ট টিভি প্রেজেন্টার এওয়ার্ড পেয়েছেন।
ব্রিটবাংলা পরিবারের পক্ষ থেকে ইস্টইড এওয়ার্ড বিজয়ী চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার নাহিদ অদিতি, গীতিকার ও সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রিজওয়ানা আনোয়ার এবং আমার গাঁও-এর প্রেজেন্টার শায়েক আহমদকে বিশেষ অভিনন্দন জানানো হয়েছে।