চ্যানেল এস প্রতিনিধি তাজের মা আর নেই : বিভিন্ন মহলের শোক

এহসানুল ইসলাম চৌধুরী শামীম : চ্যানেল এস টেলিভিশনের বেডফোর্ডশায়ার প্রতিনিধি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদের মা পিয়ারা বেগম বুধবার, ৬ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪ টা ২০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুমার প্রথম জানাজা বৃহস্পতিবার, ৭ মার্চ  বাদ জোহর সিলেট নগরীর পীর মহল্লা জামে মসজিদে ও দ্বিতীয় জানাজা বাদ মাগরিব বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।পরে মরহুমাকে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ১ মেয়ে, নাতি -নাতনি সহ অসংখ্য আত্মীয় সজন ও গুনগাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুরে। মায়ের মৃত্যু সংবাদ শুনে মরহুমার বড় ছেলে সাংবাদিক তাজ উদ্দিন আহমদ বুধবার সন্ধ্যায় বাংলাদেশে গেছেন।

সাংবাদিক তাজের মায়ের মৃত্যুতে চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী, চ্যানেল এসের হেড অব নিউজ এবং ব্রিটবাংলার সম্পাদক কামাল মেহেদী, ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী ও চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের,  ট্রেজারার ও ব্রিটবাংলার ব্যবস্থাপনা সম্পাদক আ স ম মাসুম শোক জানিয়েছেন। এছাড়াও সহকর্মী  তাজের মায়ের মৃত্যু সংবাদ শুনার সাথে সাথে সামাজিক মাধ্যমে চ্যানেল এসের প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement