এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে এওয়ার্ড সংক্ষেপে আরতা-এর চ্যারিটি পার্টনার চান্স টু সাইনকে প্রায় ৮ হাজার পাউন্ডের চেক প্রদান করা হলো। এওয়াডস অনুষ্ঠানসহ আরো নানা আয়োজনের মাধ্যমে এই ক্রিকেট চ্যারিটির জন্য দান সংগ্রহ করা হয়। বুধবার সিটি অব লন্ডনের একটি রেস্টুরেন্টে চ্যারিটির সিইও লোরা ক্রডিংলি-এর কাছে এই ৭ হাজার ৯শ পাউন্ডের চ্যাক তুলে দেয়া হয়।
আরতা-এর ফাউন্ডার ও শেফ ওনলাইনের সিইও এম এ মুনিম সালিক এর পরিচালনায় চ্যাক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্স টু সাইন চ্যারিটির এম্বেসেডর সেলিব্রেটি ক্রিকেটার ডেবন মেলকম,আরতার স্ট্রিয়ারিং কমিটির চেয়ার জাকির খান, বৃটিশ বাংলাদেশী ক্যাটারাস এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী শাহনুর খান, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, শেখ অন লাইনের মার্কেটিং ডিরেক্টর আখতারুজ্জান ও আরতার লিগেল এডভাইজার নাবিলা রফিক।
আরতার পুরনো সংবাদ পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন
https://britbangla24.com/news/67079