ছবির ব্যক্তিকে খুঁজছে পুলিশ : Appeal to trace man on CCTV

ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসের ব্রোমলি বাই বো এলাকায় একটি ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এই সংবাদের সঙ্গে প্রকাশিত ছবির ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

গত ১লা এপ্রিল, বিকাল ৬টার দিকে সেন্ট লিওনার্দস স্ট্রীটে ১৬ বছরের এক কিশোরের ছুরিকাহতের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার সন্ধান চাইছে। পুলিশ তার বক্তব্য শুনতে চায়। তাকে কেউ সনাক্ত করতে পারলে পুলিশকে জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছে মেট পুলিশ।

এদিকে ছুরিকাহত কিশোরকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পুরোপুরি চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে পুলিশ আরো ৬ কিশোরকে চার্জ করেছে। তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের ভেতরে।

Detectives are releasing images of a man they want to trace in east London following the stabbing of a 16-year-old in Bromley-by-Bow.

The teenager was attacked in St Leonard’s Street, close to Bromley recreation ground, at 6pm on April 1.

Police at the scene gave first aid before an ambulance arrived which took him to hospital. The teenager was later discharged after treatment.

Detectives from Tower Hamlets CID have appealed for witnesses to the stabbing or anyone who recognises the man seen in CCTV to contact them.

Anyone with information is being asked to call police on 101 or via Twitter @MetCC, quoting ‘CAD 5293/01Apr’.

Six teenagers aged 15 and 16 have been charged by police with GBH following the incident.

Advertisement