রুমানুল হক রুমেন জগন্নাথপুর থেকে:জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোাসিয়েশন কাপ বঙ্গবন্ধু ফুটবল লীগ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ মঙ্গলবার সতেরো মার্চ অনুষ্ঠিত হবে।
ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে বিকেল তিন টায় শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নেবে ইকড়ছই ফুটবল একাডেমি একাদশ এবং বনগাঁও ফুটবল একাদশ।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতিসুহিন আহমদ দুদু ও সাধারণ সম্পাদক হাসান আদিল আশা প্রকাশ করে বলেন শতাব্দীর শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিবর্ষ উপলক্ষে ১৬তম ফুটবল এসোসিয়েশন কাপ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়েছে।
ম্যাচটি উপভোগ করতে সবার উপস্থিতি এবং সহযোগিতা চেয়েছেন তারা।