বার্মিংহ্যাম সংবাদদাতা : অসহায় দরিদ্র মানুষদের সাহায্যার্থে কাজ করে যাওয়া সংগঠন জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট বার্মিংহাম, মিডল্যান্ডস, ইউকে‘র এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গলবার বার্মিংহামের স্মলহীথের এমটি ক্যাটারিং-এ এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্টের সভাপতি শাহ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কবির উদ্দিন, সৈয়দ জমশেদ আলী, আবু হাইদার চৌধুরী সুইট, আওলাদ হোসেন, মিসবাউর রহমান, আছকির উদ্দিন দুলু, আশিক মিয়া, নুরুজ জামান, আবু ছুরত, পাপ্পু চৌধুরী, আব্দুল গনি, তেরা মিয়া, রহমত আলী, সেলিম, আব্দুল মতিন প্রমুখ।
Advertisement