জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টিতে আট জন অতিরিক্ত মহাসচিব নিয়োগ দিয়েছেন। এরমধ্যে রয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এটিইউ তাজ রহমান। বিলেতের জনপ্রিয় বাংলা সংবাদপত্র বাংলা টাইমস এর প্রতিষ্ঠাতা তাজ রহমান সিলেট বিভাগ থেকে অতিরিক্ত মহাসচিব নিয়োগ হয়েছেন। এছাড়া অন্যান্য অতিরিক্ত মহাসচিববৃন্দের নাম ও বিভাগ উল্লেখ করা হলো- গোলাম কিবরিয়া টিপু এমপি (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফকরুল ইমাম এমপি (ময়মনসিংহ বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (রংপুর বিভাগ), এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভুইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা এমপি (ঢাকা বিভাগ)’কে নিয়োগ প্রদান করেছেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ উপধারা ১ (১) ক মোতাবেক এই নিয়োগ প্রদান করা হয়েছে। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
জাতীয় পার্টির আট বিভাগীয় সাংগঠনিক কমিটি বিলুপ্ত :
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলন সফল করার জন্য জাতীয় পার্টির আট বিভাগে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করেছিলেন। গত ২৮ শে ডিসেম্বর ২০১৯ জাতীয় পার্টির জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়ায় উক্ত বিভাগীয় সাংগঠনিক কমিটি সমূহের কার্যকারিতা না থাকায় কমিটি সমূহ বিলুপ্ত করেছেন।