সাহিদুর রহমান সুহেল:এবারও ব্রিটেনের জিসিএসই পরীক্ষায় ব্রিটিশ-বাংলাদেশী পরিবারের সন্তানেরা সাফল্যের স্বাক্ষর রেখেছে ৷
সারা দেশের ন্যায় বাঙালি অধ্যুষিত বার্মিংহামের স্পার্কব্রুকের জামিল আহমেদ পিতা:আব্দুল মুমিত,মাতা:জাসমিন বেগমের কনিষ্ট ছেলে কৃতিত্বের সহিত ARK boulton Academy থেকে ৪টি বিষয়ে এ ষ্টার,তিনটিতে এ এবং বাকি তিনি বিষয়ে বি পেয়ে সাফল্যের ছুঁয়া পেয়েছে ৷
জামিলের সাথে আলাপকালে জানা যায় কঠোর অধ্যবসায়ের সাথে পিতা-মাতা সহ বোন নিলুফার সার্বিক পরিচর্যায় এমন ফলা-ফল সম্বব হয়েছে ভবিষ্যত পরিকল্পনা বলতে গিয়ে জামিল জানালেন ইচ্ছা আছে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে ব্রিটিশ অর্থনীতি-রাজনীতি কিংবা স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবেন ৷
পাশা-পাশি নিজের কমিউনিটির উন্নয়ন সহ বাংলাদেশী কমিউনিটির সাথে ব্রিটিশ স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রবল ইচ্ছা ৷
জামিল আহমেদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার নালীউড়ি গ্রামে ৷
নানার বাড়ি বিয়ানী বাজার থানার কোনাশ্বালেশ্বর গ্রামের (কোম্পানীবাড়ির)আব্দুল খালিকের নাতি ৷ জামিল তার ভবিষ্যত স্বপ্ন পূরণে সকলের দোয়া প্রাথী ৷
ACB#17
Advertisement