জাসদ সর্ব-ইউরোপীয় আহবায়ক কমিটির বিবৃতি

মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জাসদ সম্পর্কিত বক্তব্য  প্রসঙ্গে -জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সর্ব-ইউরোপীয় আহবায়ক কমিটির বিবৃতি :-
সম্প্রতি বাংলাদেশে যখন সংবিধানের ষোড়শ সংশোধনী সম্পর্কে প্রধান বিচারপতির রায় এবং পর্যবেক্ষন নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে শাসনবিভাগ ও বিচারবিভাগ স্পষ্টত মুখোমুখি যা প্রচার মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়, সে সময় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জাসদ মুক্তিযুদ্ধের তথা স্বাধীনতার বিপক্ষ শক্তি এ ধরনের  বক্তব্য ৭৫ এর ১৫ই আগস্টের মত আরোও একটি জঘন্যতম ঘটনার ইঙ্গিত বহন করে বলে জাসদ সর্ব-ইউরোপীয় কমিটি মনে করে।

প্রসঙ্গত উল্লেখ্য যে,খুনি মোস্তাক অনুসারীরাই ৭১ এর যুদ্ধকালীন সময়ে পাকিস্তানীদের সাথে কনফেডারেশন গঠনের প্রস্তাবের ষড়যন্ত্র এবং স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুকে মোশাহেবিপনার মাধ্যমে আবদ্ধ রেখে মুক্তিযুদ্ধের বড় আর্কিটেক্ট, পরিকল্পনাকারী, ছাত্র ও যুব সমাজের বৃহৎ অংশকে বঙ্গবন্ধু থেকে দূরে সরিয়ে দেয়া এমনকি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী জনাব, মরহুম তাজ উদ্দিন আহমেদকে ও  বঙ্গবন্ধু থেকে দূরে ঠেলে দিয়েছিল।
আজকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ ভাবে মুক্তিযুদ্ধের চেতনা পূনরুদ্ধার,ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধু হত্যার বিচার প্রায়ই সম্পন্ন, যুদ্ধাপরাধীদের বিচার ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে,  যখন অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে একটি স্বনির্ভর দেশ হিসেবে মাথাচাড়া দিয়ে উঠছে তখন পাকিস্তানী চিন্তাচেতনায় অন্ধ, মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের দোসর ষড়যন্ত্রকারী মোস্তাক চক্রের আওয়ামীলীগের ভিতর ঘাপটি মেরে থাকা চক্র আবারোও সক্রিয়। 
আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এসব গোষ্ঠীর কার্যক্রম শক্ত হস্তে দমনের এবং মুক্তিযুদ্ধের  চেতনায়  বাংলাদেশ গড়তে গ্রাম,ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ ভিত্তিক সংকীর্ণ দলীয় গণ্ডির বাহিরে জাতীয় ঐক্য গড়ে তুলতে নেতৃত্ব দেওয়ার জন্য আহবান জানাচ্ছি, যা সবধরনের ষড়যন্ত্র, চক্রান্তকে নস্যাৎ করে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধের  চেতনায় উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার বাঙালীর প্রত্যয়কে অব্যাহত রাখবে।
-মতিউর রহমান মতিন
ভারপ্রাপ্ত আহবায়ক, 
জাসদ সর্ব-ইউরোপীয় কমিটি
জসিম উদ্দিন
যুগ্ম আহবায়ক,
জাসদ সর্ব-ইউরোপীয় কমিটি

Advertisement