সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় মো. সজিব আহমদ (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন আহতও হয়েছেন। সকাল ৬টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব শেরপুর জেলার সদর থানার কুলুরচর বেপারিপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান। আহত হন বিয়ানিবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে শাহিন (৩০)। তবে অটোরিকশার ভেতরে থাকা বাকি ৩ জন অক্ষত ছিলেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সজিবের মরদেহ উদ্ধার করেন। তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির জানান, ‘সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত হয়েছেন। বাকি তিন জন সুস্থ রয়েছেন। আমরা মরদেহ ও দূর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
জৈন্তাপুরে অটোরিকশায় ট্রাকের চাপা, যাত্রী নিহত
Advertisement