ব্রিট বাংলা ডেস্ক :: কানাডার টরন্টো প্যাভিলিয়ন মঞ্চে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্ণালী সন্ধ্যা। প্রবাসী বাঙালিরা ওই অনুষ্ঠান উপভোগ করেন।
মনোজ্ঞ স্বর্ণালী সন্ধ্যায় নাটকে অংশ নেন- সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, আহমেদ হোসেন, রদিয়া, অপূর্ব, ময়ূখ। সংগীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার। উপস্থাপনা করেন সাবিনা বারী লাকি এবং অজন্তা চৌধুরী।
টরন্টো-ঢাকা কালচারাল নেট ওয়ার্কের এটাই ছিল প্রথম অনুষ্ঠান। আগামীতেও এই সংগঠন এ ধরণের আয়োজন করবে বলে জানা যায়।
Advertisement