ব্রিটবাংলা রিপোর্ট : গত এক বছরের হিসেবে হত্যা ও খুনের সংখ্যায় গ্রেটার লন্ডনের ভেতরে দ্বিতীয় অবস্থানে আছে টাওয়ার হ্যামসেটস কাউন্সিল। চলতি বছরের জুন থেকে গত ১২ মাসে টাওয়ার হ্যামলেটসে ১০ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে শিশু হত্যাও রয়েছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছে সাউথার্ক কাউন্সিল। সাউথার্কে একই সময়ের ভেতরে ১৩ হতাকান্ড সংগঠিত হয়েছে। এছাড়া ব্রেন্ট এবং ক্রয়ডনে ৯টি করে আর ইলিংয়ে ৮ টি হত্যাকাণ্ড সংঘটিত হয় চলতি বছরের জুন থেকে গত ১২ মাসে।
গত বৃহস্পতিবার দ্যা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করে। রিপোর্টে বলা হয়েছে, সংঘটিত ক্রাইমের দিকেও এগিয়ে আছে টাওয়ার হ্যামলেটস। একই সময়ের ভেতরে টাওয়ার হ্যামলেটসে ৩১ হাজার ৫শ টি ক্রাইম তালিকাভুক্ত করা হয়েছে। যা সংখ্যার বিবেচনায় অন্যান্য বারার তুলনায় ৬ নম্বর স্থানে আছে টাওয়ার হ্যামলেটস।
এদিকে পুলিশ জানিয়েছে, জুন থেকে গত ১২ মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে ৬৬৪টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যা আগের ১২ মাসের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনায় লন্ডনে হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেলেও সার্বিকভাবে হত্যাকান্ডের হার ১২ শতাংশ কমেছে গত এক দশকে।
Tower Hamlets has second highest rate of homicide in London
Tower Hamlets recorded the second largest number of homicides in London last year, new figures reveal.
The borough witnessed 10 incidents of murder, manslaughter or infanticide during the 12 months up until June, beaten only by 13 in Southwark.
Brent (nine incidents), Croydon (nine) and Ealing (eight) followed Tower Hamlets in a table of the capital’s homicide hotspots, according to the Office for National Statistics.
The data, published on Thursday, lists more than 31,500 crimes in the borough over the period – the sixth highest figure across the capital.
Police reported 664 homicides in total across England and Wales, a two per cent fall compared with the previous year.
While incidents such as the London terror attacks had affected homicide figures in recent years, overall the homicide rate fell 12pc over the last decade from 14 to 11 incidents per one million people.