ব্রিটবাংলা ডেস্ক : টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে পরিচালিত মেয়র্স কাপ ২০১৮ ফুটবল টুর্নামেন্ট হবে আগামী সেপ্টেম্বরে। এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ক্লাবগুলোকে আগামী ২০শে অগাস্টের ভেতরে নাম রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়েছে।
কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দাদের দ্বারা পরিচালিত ক্লাবগুলোর পাশাপাশি আশপাশের বারার ক্লাবগুলোকেও সুযোগ দেওয়া হবে যদি আবেদনকারী স্থানীয় ক্লাবের সংখ্যা কম হয়।
এফএ’র নিয়মনীতি অনুযায়ী পরিচালিত হবে টুর্নামেন্ট। আন্ডার ১৬ বয়সী খেলোয়ারদের (পুরুষ-মহিলা) মিক্স টিমে খেলার সুযোগ দেওয়া হবে। আগামী ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আন্ডার ১৩, ১৪ এবং ১৬ ইয়ূথ টিম এবং এডাল্ট (পুরুষ ও মহিলা) দলের প্রাথমিক খেলা। এরপর ৯ সেপ্টেম্বর মাইলএন্ড স্টেডিয়ামে হবে ইয়ূথ ও এডাল্টের ফাইনাল। এছাড়া জুনিয়রদের খেলা হবে ৮ সেপ্টেম্বর মাইল এন্ড স্টেডিয়ামে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস জানিয়েছেন, ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে মিশ্র কমিউনিটিতে সফল ফুটবল ইতিহাস আছে। একদম মাঠ পর্যায়ে সৌহার্দ ও সম্প্রীতি গড়ে তুলতে এই ফুটবল টুর্নামেন্ট বিশেষ ভুমিকা রাখবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহ যোগানোর বিশেষ সুযোগ বলেও উল্লেখ করেন মেয়র জন বিগস।
এদিকে সদস্য সমাপ্ত বিশ্বকাপ ফুটকলের অনুপ্রেরণা নিয়ে টাওয়ার হ্যামলেটস মেয়র্স কাপ ২০১৮’তে অংশ নিতে বারার সব ক্লাব ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন কালচার, আর্টস এবং বেক্সিট কেবিনেট মেম্বার কাউন্সিলর আমিনা আলী।
Footballers are being invited to make their clubs and the borough proud as registration for the Tower Hamlets’ prestigious annual football tournament kicks off.
The Mayor of Tower Hamlets, John Biggs is inviting local football teams to apply to take part in the Mayor’s Cup 2018. But hurry, the deadline for applications is 20 August.
The council’s sports and physical activity team will again be hosting all aspects of the tournament, with the support of key partners and sponsors.
Principally for Tower Hamlets based clubs, the tournament will welcome applications from neighbouring boroughs in the junior and youth categories, if there is a shortfall of applicants from Tower Hamlets.
The council is committed to supporting girl’s participation in sport and players will be accepted up to 16 year olds in mixed gender teams, in line with FA rules.
Proceeds from the annual tournament go towards promoting engagement in and access to grassroots football.
Mayor of Tower Hamlets John Biggs said: “Tower Hamlets has a long and diverse footballing history and the Mayor’s Cup is a great opportunity to bring people of all ages and backgrounds together to support grassroots football. It encourages young people to take part in active and healthy competition and I am delighted to support the Cup again this year.”
Cllr Amina Ali, Cabinet Member for Culture, the Arts and Brexit, added: “I encourage football players of all ages to use the passion ignited from the World Cup to register for the Mayor’s cup. Your team could have a star in your midst; I hope this tournament will spur them on.”
Youth (under 13’s, 14’s and 16’s) and adults, both male and female heat stages will be held on Saturday 1 and Sunday 2 September, at Victoria Park
Junior heat stages and finals will be held on Saturday 8 September, at Mile End Stadium.
Youth and adult finals will take place on Sunday 9 September at Mile End Stadium.
Go to www.towerhamlets.gov.uk/