টাওয়ার হ্যামলেটস লেবার পার্টিতে আবারো অস্থিরতা মেয়রের কেইস ওয়ার্কার ওয়ার্কিং কমিটিতে!

আহাদ চৌধুরী বাবু:টাওয়ার হ্যামলেটস লেবার পার্টিতে আবারো অস্থিরতা সিলেকশন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার পরিকল্পনার অংশ বলে মনে করছেন সাধারন মেম্বার ও অনেক সিনিয়র মেম্বাররা ৷

অনেক দিনের একটি চৰ্চা ওয়ার্ড ভিত্তিক সাধারন মেম্বার কর্তৃক স্থানীয় নির্বাচনে প্রার্থী মনোয়ন এক্ষেত্রে ব্যালেটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হতো কিন্তু গণতান্ত্রিক এ প্রক্রিয়া র্দীঘদিন যাবত অনুউপস্থিত ছিলো যদিও সাম্প্রতিক সময়ে পাৰ্টির সিলেকশন প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হয় কিন্তু এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় ভাবে লেবার পার্টি থেকে অভিযোগের বক্তব্য প্রদান করা হয়েছে ৷

সম্প্রতি সাধারন পেইড মেম্বাররা নিজ নিজ ওয়ার্ডে লেবার পার্টির আগামী টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইলেকশনে দলীয় প্রার্থী নির্বাচনের অধিকার ফিরে পান ৷

এক্ষেত্রে মুল দাবী ছিলো তাতে মেম্বাররা যোগ্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্ধিতার জন্য নির্বাচিত করবেন৷

এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার গনতান্ত্রিক রাজনীতিক ব্যবহার নিশ্চিত হবে ।

এবং লন্ডন রিজিয়ন কর্তৃক ৬ সদস্য বিশিষ্ট সিলেকশন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়৷ কমিটি সদস্যরা হলেন ক্লেয়ার হারিসন,আব্দি মোহাম্মদ,(মেয়রের কেইস ওয়ার্কার) মাইক ডেবিস,লি গ্রিফিত, ডমিনিক পপ,ও আফসানা বেগম৷

এই কমিটির এক সপ্তাহ পূর্বে সিদ্ধান্তের আলোকে আগামী ৪ নভেম্বর, সর্টিচের সেন্ট হিলডা কমিউনিটি সেন্টারে ৫টি ওয়ার্ডের ভোট গ্রহন করা হবে বিভিন্ন সময়ে ৷

ওয়ার্ড গুলো হলো বো ইস্ট ওয়ার্ড সকাল ১০টা থেকে ১২ টা ব্রমলী সাউথ ১২ টা থেকে ২টা বো ওয়েষ্ট ২টা থেকে ৪টা ও ব্ল্যাকওয়েল কিউবিট টাউন ৪ থেকে সন্ধ্যা ৬টা উইভার্স ওয়ার্ড ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ৷

এক্ষেত্রে সাধারন মেম্বারদের অভিযোগ দুরত্ব কমিউনিকেশন এবং এক সাথে হওয়াতে প্রভাব বিস্তারের পাশপাশি পার্টির বয়স্ক মেম্বারদের অংশ গ্রহন নির উৎসাহীত করার প্রচেষ্টার অংশ হিসেবে এধরনের সিদ্ধান্ত ৷

এবং তাদের দাবী হলো প্রতিটি ওয়ার্ডের আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট ওয়ার্ডে ভোট গ্রহন করা এবং সকল পর্যায়ের মেম্বাররা যাতে গণতান্ত্রিক স্বাধীনতা ভােগ করে ওয়ার্ডে পাৰ্টিকে সংগঠিত করতে পারে ৷

এক্ষেত্রে ওয়ার্কিং কমিটির সদস্য আফসানা বেগমের সাথে ব্রিটবাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন -আমরা রিজিয়নের অর্পিত দায়িত্ব পালনের পাশপাশি মেম্বারদের ডেমোক্রেটিক রাইট কে বিবেচনায় নিয়ে কাজ করছি ‘ ওয়ার্কিং কমিটির কাজ হলো নিরপেক্ষতা বজায় রেখে ডেমোক্রেটিক রাইটকে উৎসাহীত করা এবং নিৰ্বাচন পরিচালনা করা ৷

মেয়র এর কেইস ওয়ার্কার হিসেবে মোহাম্মদ আব্দির কমিটিতে অংশ গ্রহন কতোটুকু যুক্তিযোগ্য প্রসঙ্গে তিনি বলেন এই প্রশ্নের উত্তর এইচ আর বা লেবার পার্টির অফিসিয়াল ভালো বলতে পারে ৷ এবং অন্যান্য প্রসঙ্গে তিনি সরাসরি রিজিয়নের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের পরামর্শ দেন ৷

Advertisement