গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জনে। এর আগে বৃহস্পতিবার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।এছাড়া এ সময়ে নতুন করে কেউ মারা যাননি। এর ফলে টানা ২৩ দিন দেশে মৃত্যু নেই। এর আগে গত ২০ এপ্রিল সর্বশেষ করোনায় মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত থাকল।শুক্রবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়।উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩২৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
টানা ২৩ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ
Advertisement