পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে বড় একটা সুখবর আছে। আমরা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো।বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করা হচ্ছে। টিকা নিয়ে বড় সুখবর আছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। যুক্তরাষ্ট্র থেকে আরও ৫০ লাখ টিকা আসবে।তিনি বলেন, উন্নত একটি দেশ টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা বলে আসছি, টিকা পাবলিক গুড। কেউ এটা নষ্ট করতে পারে না। এর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত।
Advertisement