টিকে রইল বাংলাদেশ

ব্রিট বাংলা ডেস্ক :: দু’ম্যাচে জয়খরা। টিকে থাকবে কি না বাংলাদেশ, তা নিয়েই ছিল সংশয়। শ্রীলংকার সঙ্গে পা হড়কালেই বিদায়ঘণ্টা বেজে যেত। এমন সমীকরণে থেকে লাল-সবুজদের গেমসে টিকিয়ে রাখলেন মাহবুবুর রহমান সুফিল। পদক জয়ের আশা টিকিয়ে রাখলেন জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলংকাকে।

প্রথম ম্যাচে নেপালের কাছে হার। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র। দু’ম্যাচে পাঁচ পয়েন্ট খোয়ায় বাংলাদেশ। ফলে পাঁচ দলের সাউথ এশিয়ান (এসএ) গেমসে এক প্রকার খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিলেন জামাল ভূঁইয়ারা। সেখান থেকে উঠে আসতে প্রয়োজন ছিল একটি জয়।

সাউথ এশিয়ান (এসএ) গেমসে ফেভারিট হিসেবে নেপালে এসেছিলেন জামাল ভূঁইয়ারা। ফাইনাল খেলার লক্ষ্য ছিল তাদের সামনে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ভুটানের কাছে অপ্রত্যাশিত হারের লজ্জা আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে পয়েন্ট ভাগ করেন ব্রিটিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। দুই ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে লাল-সবুজরা।

ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। গোলের নায়ক মাহবুবুর রহমান সুফিল। ডানপ্রান্ত দিয়ে সাদ উদ্দিনের মাইনাসে বক্সের সামনে থাকা সুফিল আলতো টোকা দিলে সামনে থাকা লংকান ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। উৎসবে মেতে ওঠা লাল-সবুজ জার্সিধারীরা ৩৪ মিনিটে আরও একটি পরিকল্পিত

আক্রমণ রচনা করে। কিন্তু তাদের হতাশ করেন লংকান গোলকিপার সুজন পেরেরা। ডানদিক থেকে সুফিলের ক্রসে সাদ উদ্দিনের নেয়া জোরাল শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ দলের ফরোয়ার্ড নাভিন নিকোলাস ব্যাকভলি করেন, তবে সতর্ক থাকায় গোলকিপার আনিসুরের চোখ ফাঁকি দিতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও গোল ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান আর বাড়েনি। বিশেষ করে জীবন ওপেন নেট পেয়েও বল বাইরে মারেন। ম্যাচের শেষ মিনিটে সাদ উদ্দিন লংকান গোলকিপারকে একা পেয়েও বল ব্যাক পাস করেন। ফলে আর গোলের দেখা মেলেনি লাল-সবুজের শিবিরে।

Advertisement