টেকনাফে মাদকদ্রব্যসহ দুজন মাদক বিক্রেতা আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দু’জন মাদক বিক্রেতাসহ ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪ দশমিক ৩১৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে।
আটকরা হলেন- আব্দুর রহমান (৩০) ও মোহাম্মদ নূর (২৫)। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা জানতে পারে, টেকনাফ সীমান্তের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এমজি ব্যাংকার এলাকায় বেড়ীবাঁধের আড়ালে ওৎ পেতে থাকে। এ সময় টহলদলের সদস্যরা ৫ জন ব্যক্তিকে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করে দ্রুত অগ্রসর হতে থাকে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে দিয়ে পশের গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল চোরাকারবারীদের পিছু ধাওয়া করে দু’জনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পশের গ্রামে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে ১ রাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে আটককৃত মাদক কারবারী মোহাম্মদ নূরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে শ্মশানঘাট এলাকায় বেড়ীবাঁধের কাছে পরিত্যক্ত একটি ছাপড়া ঘরের পাশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা থেকে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪.৩১৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

Advertisement