টেকসই প্রবৃদ্ধির জন্য ভারত-মার্কিন অংশীদারিত্ব চালিকাশক্তি হবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধির ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব। গতকাল বুধবার তিনি এই কথা বলেন।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে ‘স্কিলিং ফর ফিউচার’ অনুষ্ঠানে দেওয়া ভাষণে মোদী দুই দেশের মধ্যে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে ধারাবাহিকভাবে মেধাবীদের পরিচর্যার প্রয়োজনীয়তার উপর জোর দেন।মোদি বলেন, প্রবৃদ্ধির গতি ধরে রাখতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেধাবীদের একটি পাইপলাইন দরকার। একদিকে, যুক্তরাষ্ট্রের রয়েছে উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নত প্রযুক্তি। অন্যদিকে, ভারতের রয়েছে বিশ্বের বৃহত্তম যুব সমাজ। এই জন্য আমি বিশ্বাস করি ভারত-মার্কিন অংশীদারিত্ব টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে প্রমাণ রাখবে।এর আগে বুধবার মোদি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান এবং বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পাশাপাশি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি ঝিল বাইডেনের আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন।এ সময় ঝিল বাইডেনের সঙ্গে মোদি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিদর্শন করেন। তারা সেখানে উভয় দেশের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসব শিক্ষার্থীরা নিজ নিজ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখায় সফল হতে দক্ষতা অর্জন করছে।এ সময় মোদি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতে ভারত সরকারের গৃহীত কার্যক্রমগুলি তুলে ধরেন। যেমন নতুন শিক্ষা নীতি বাস্তবায়ন এবং শিক্ষা ও দক্ষতার সংমিশ্রণ।শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নেওয়া পদক্ষেপের কথা বলতে গিয়ে মোদি বলেন, তারা নতুন শিক্ষা নীতি এবং শিক্ষা ও দক্ষতার সমন্বিত ব্যবস্থা চালু করেছেন। আন্ডার স্কিল ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ড্রোন এবং অন্যান্য ক্ষেত্রে ১৫ বিলিয়ন মানুষকে দক্ষ করে তুলেছে ভারত।সূত্র : এএনআই

Advertisement