ডেনমার্কের ৭ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ডেনমার্কের সাত কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। দুই সপ্তাহের মধ্যে এসব কূটনীতিককে দেশে ফিরে যেতে হবে।বৃহস্পতিবার (৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।গত এপ্রিলে ডেনিশ সরকার রাশিয়ার ১৫ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ডেনমার্ক ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যে সহযোগিতা করছে, তার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে মস্কো।রাশিয়া বলেছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশটি অন্ধভাবে রাশিয়াবিরোধী যে নীতি অনুসরণ করছে, তাতে মস্কো ও কোপেনহেগেনের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল মাসের প্রথম দিকে ডেনমার্ক রাশিয়ার যেসব কূটনীতিক বহিষ্কার করেছিল, তার জবাব হিসেবে রাশিয়া এখন ডেনমার্কের সাতজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। দুই সপ্তাহের মধ্যে এসব কূটনীতিককে রাশিয়া থেকে দেশে ফিরে যেতে হবে।

Advertisement