ডেলিভারি ড্রাইভারদের সুবিধা বৃদ্ধির দাবিতে ইস্ট লন্ডন সমাবেশ

ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের অল্ডগেইট এলাকার একটি বহুতল ভবনে খাবার ডেলিভারি দিতে গিয়ে অতিরিক্ত কাজের চাপে অজ্ঞান হয়ে পড়েছিলেন একজন ডেলিভারু ড্রাইভার। ২৮শে ফেব্রুয়ারী, রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জ্ঞান হারিয়ে ফেলা ডেলিভারু ড্রাইভার মোহাম্মদকে তার কাস্টমার বা ভবনের সিকিউরিটি কেউই সহযোগিতা করেনি। তবে সাধারণ মানুষ এম্বুলেন্স ডাকেন। তাও প্রায় ১ ঘন্টা পর এম্বুলেন্স আসে। মোহাম্মদকে ডেলিভারু কোম্পানীও সহযোগিতা করেনি বলে অভিযোগ করছেন ক্যাম্পেইনাররা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশ করে এডিসি ইউনিয়ন এবং ইউনাইট ইউনিয়ন। এতে বক্তব্য রাখেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও লেবারপার্টির সাবেক নেতা জেরেমি করবিন এমপি, পপলার এন্ড লাইম হাউসের লেবার দলীয় এমপি আপসানা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের নেতা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র, কাউন্সিলল মাইয়ূম মিয়া তালুকদার।সমাবেশ থেকে জানানো হয়, ডেলিভারু ড্রাইভার মোহাম্মদ অতিরিক্ত কাজের চাপে জ্ঞ্যান হারিয়ে ফেলেছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থার গুরুতর। লন্ডনের সব ডেলিভারী ড্রাইভারদের ইউনিয়নের মেম্বারশীপ নিতে আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান এমপি জেরেমি করবিন।

Advertisement